এবার কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল ব্রিটেন। ব্রিটেনের সরকারের তরফে জানান হয়েছে, কোভ্যাক্সিনের ২টি ডোজ নিয়ে যারা ব্রিটেনে যাবেন, তাঁদের সে দেশে গিয়ে আর করোনা টেস্ট করাতে হবে না। এমনকি, বিমানে ওঠার আগেও করোনা টেস্টের প্রয়োজন নেই। আইসোলেশনেও থাকতে হবে না।
সম্প্রতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেয়েছে কোভ্যাক্সিন। ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে হু এর টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ।
দীর্ঘদিন ধরেই কোভ্যাক্সিনের ছাড়পত্র আটকে থাকায় সমস্যায় পড়েছিলেন বহু মানুষ। দেশের প্রায় ২০ কোটি মানুষ কোভ্যাক্সিন টিকা নিয়েছেন। কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় নানারকম সমস্যায় পড়তে হচ্ছিল। পাশাপাশি হু-র ছাড়পত্র না পাওয়ায় সবমহলেই চলছিল অস্বস্তি। অবশেষে ছাড়পত্র মেলায় স্বস্তি পেয়েছে দেশবাসী। কোভ্যাক্সিনের ছাড়পত্র প্রসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন হু-র দক্ষিণ পূর্ব এশিয়ার ডিরেক্টর চিকিৎসক ক্ষেত্রপাল সিংহ।