এবার নয়া দিল্লিতে বসতে চলেছে পি-২০ সম্মেলন। বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতাদের নিয়ে এই সম্মেলন বসবে। এই সম্মেলনের সম্পূর্ণ নাম, ‘পার্লামেন্ট-২০ সামিট’। মূলত, বর্তমান বিশ্বের সমস্যাগুলির সঙ্গে কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়েই পি-২০ সম্মেলনে আলোচনা করা হবে। শুক্রবার থেকে দু-দিন ব্যাপী শুরু হওয়া এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে দিল্লিতে বিশ্বের অন্যতম বৃহৎ প্রেক্ষাগৃহ ‘যশোভূমি’-তে।
জানা গিয়েছে, এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সদ্য জি ২০-র সদস্য আফ্রিকান ইউনিয়নের সাংসদরা পি-২০ সম্মেলনে যোগ দেবেন। মূলত, জি-২০ ভুক্ত দেশের স্পিকার-সহ সাংসদরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রায় ২৭টি দেশের প্রতিনিধিরা পি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলি হল, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের জন্য সংসদ’। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর এবং লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।
সূত্রের খবর, সম্মেলনের প্রথম দিন ‘পার্লামেন্টারি ফোরাম অন লাইফ’ নিয়ে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হবে। দু-দিনব্যাপী সম্মেলনে চারটি অধিবেশন হবে ‘ভারত এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ লক্ষ্য নিয়ে পি-২০ সম্মেলনে বিশ্বের কাছে ভারতের প্রাচীন গণতান্ত্রিক ইতিহাস তুলে ধরা হবে। পাশাপাশি বিশ্বের সকল দেশে সাম্য, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা দেওয়া হবে। দু-দিনের সম্মেলনে মোট চারটি অধিবেশনের আয়োজন করা হয়েছে। যার মধ্যে রয়েছে, এসডিজি-র জন্য এজেন্ডা তৈরি, লিঙ্গ সাম্যতা তুলে ধরতে মহিলাদের ক্ষমতায়ন, পাবলিক ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সবুজায়ন।