আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

Monkeypox: এবার আতঙ্কের নাম ‘মাঙ্কি পক্স’

করোনার পর এবার মাঙ্কি পক্সকে ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে সারা বিশ্বে। ইতিমধ্যেই ব্রিটেন, পর্তুগাল, স্পেন, বেলজিয়ামের মতো ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সমকামীদের মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমকামী ও উভকামীদের মাঙ্কি পক্সকে ঘিরে সতর্ক করা হয়েছে। ব্রিটেনে নতুন করে আরও ৪ জনের শরীরে এই ভাইরাসের দেখা মিলেছ। এই নিয়ে ব্রিটেনে মোট ৭ জন এই রোগে আক্রান্ত হয়েছে।

জানা গিয়েছে, নতুন করে যে ৪ জন আক্রান্ত হয়েছে তাঁদের মধ্যে তিনজন লন্ডনের এবং একজন ইংল্যান্ডের বাসিন্দা। যারাই সংক্রমিত হয়েছে তারা সবাই সমকামী বা উভকামী। তবে কিভাবে এই ভাইরাস তাঁদের শরীরে বাসা বাঁধল এবং তাঁদের অন্য কোনো দেশে যাওয়ার যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি। গত ৭ মে লন্ডনে প্রথম এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের সন্ধান মেলে।

সমকামী ও উভকামী পুরুষদের যৌন চক্র থেকেই তাঁদের দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলেই ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের আশঙ্কা। শুধু ব্রিটেনেই নয়, স্পেন ও পর্তুগালে যথাক্রমে ৮ – ৯ জন পুরুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাঁদের অধিকাংশই সমকামী বা উভকামী। পরিস্থিতি সামাল দিতে সমকামী পুরুষদের সতর্ক থাকার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাক, মুখ ও চোখের পাশাপাশি আক্রান্তের পোশাক থেকেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলেই অনুমান  বিশেষজ্ঞদের।