দীপিকার সাফল্যের মুকুটে নতুন পালক। এবার কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর ভার পেলেন বলি অভিনেত্রী দীপিকা। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হলিউডের তারকাদের পাশাপাশি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের উজ্জ্বল উপস্থিতিতে উজ্জ্বল হয়েছে গোটা বলিউড।
এবারে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য হলেন দীপিকা পাড়ুকোন। মোট নয়জন বিচারক নিয়ে গঠিত হয়েছে জুরি বোর্ড। গোটা বিশ্বের সেরার সেরা সিনেমা বাছাই করবে এই জুরি বোর্ড। ২১টি সিনেমা দেখার পর সেরা ছবি ভূষিত হবে পামে ডি’অর পুরস্কারে। এই জুরি বোর্ডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন দীপিকা পাড়ুকোন।
জানা গিয়েছে, দীপিকা পাড়ুকোন ছাড়াও জুরি বোর্ডের সদস্য হয়েছেন রেবেকা হল, নুমি রেপেস, পরিচালক জ্যাসমিন ট্রিঙ্কা, আসঘর ফারাদি, এল লাই, জেফ নিকোলস এবং জোয়াকিম ট্রায়ার। এই জুরি বোর্ডের নেতৃত্বে থাকবেন অভিনেতা ভিনসেন্ট লিন্ডন।
চলতি বছর ১৭ মে শুরু কান চলচ্চিত্র উৎসব। যা চলবে ২৮ মে পর্যন্ত। বলিউডের প্রথম সারির তারকা হয়ে রেড কার্পেটে তাক লাগিয়ে দিয়েছেন দীপিকা। প্রথমবার চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য হয়ে নিজেকে কীভাবে মেলে ধরবেন তা দেখার জন্য মুখিয়ে সকলে। দীপিকার আগে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, ঐশ্বরিয়া রাই বচ্চন, নন্দিতা দাস ও শর্মিলা ঠাকুর কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য হয়েছিলেন।