হিজাব বিতর্কে উত্তাল গোটা দেশ। এবার হিজাব বিতর্ক শুরু হল বাংলাদেশে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে,এই অবস্থার সুযোগ নিয়ে ভারত বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। গোটা দেশে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে খালিস্তানি জঙ্গি সংগঠনকে কাজে লাগাচ্ছে তারা, এমনই চাঞ্চল্যকর খবর।
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম নয় এমন পড়ুয়াদের হিজাব পরানো চলবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি।
সংগঠনটি জানিয়েছে, দেশের দক্ষিণ জনপদ জেলা যশোরের আদ্-দ্বীন সকিনা মেডিক্যাল কলেজে মুসলিম নয় এমন শিক্ষার্থীদের বাধ্যতামূলক হিজাব পরার নিয়ম চালু করেছে কলেজ কর্তৃপক্ষ।এটা চলবে না। এই নিয়ম বন্ধ করতে ওই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নজর দিতে বলা হয়েছে ।
সম্প্রতি, রাজধানী ঢাকায় একটি সমাবেশ থেকে বাংলাদেশের হিন্দু নারীদের শাঁখা সিঁদুর ও পুরুষদের ধুতি পরে রাস্তায় নামতে বাঁধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জোট তারও প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশে হাইকোর্ট রায় দিয়েছে, কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে পোশাক পরতে বাধ্য করা যাবে না। এই আদেশ অমান্য করছে আদ্-দ্বীন সকিনা মেডিক্যাল কলেজ। তারা প্রতিষ্ঠানে ড্রেস কোড হিসেবে হিজাব বেছে নিয়েছে। ছাত্রীদের ভরতির সময় এই বিষয়ে লিখিত ‘সম্মতি’ নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। সংগঠনটির অভিযোগ, হিজাব পরতে অসম্মতি জানালে তাদের ভরতি করা হচ্ছে না। ধর্মনিরপেক্ষ বাংলাদেশে আকিজ গ্রুপ পরিচালিত সকল প্রতিষ্ঠানে মুসলিম নয় এমন পড়ুয়াদের হিজাব বাধ্যতামূলক করা হয়েছে।
আর সে কারনেই জাতীয় হিন্দু মহাজোটের দাবি, এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ করুক।