রাজ্য লিড নিউজ

এবার স্কুল ফি নিয়ে কি রায় দিল হাইকোর্ট

ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। সেই কারণেই রাজ্যগুলির কাছে কোভিড সংক্রান্ত অতিরিক্ত বিধিনিষেধ প্রত্যাহারের সুপারিশ করেছে কেন্দ্র। আর এবার উঠে গেল স্কুল ফিতে কোভিড ছাড়।বর্তমানে করোনার রাশ টেনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই খুলে গিয়েছে।তাই এবার স্কুল ফি নিয়ে কোভিড ছাড় উঠিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

এদিন, কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল বিদ্যালয়গুলি চলতি বছরের ১ মার্চ থেকে তাদের নিয়ম অনুয়ায়ী, বিদ্যালয়ের সমস্ত ফি এবং চার্জ নিতে পারবে। সঙ্গে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া স্কুল ফি ৫০% দিতে হবে।

করোনা পরিস্থিতিতে রাজ্যের স্কুলের ফি নিয়ে হাইকোর্টে মামলা হয়। সেই সময় হাইকোর্ট জানিয়েছিল বর্তমান পরিস্থিতিতে ২০% ফি কমাতে হবে। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল শহরের একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। যদিও তা  খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

গত ১৩ অক্টোবর কলকাতা হাইকোর্ট জানায়, টিউশন ফিতে ২০% ছাড় দিতে হবে। পাশাপাশি ১ এপ্রিল ২০২০ থেকে যে শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ফি নেওয়া যাবে না। এর আগেও বেসরকারি স্কুলের ফি নিয়ে করা মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বেশ কিছু স্কুল। দ্বিতীয়বার ফের সুপ্রিম কোর্টে মামলা করে ১৯ টি স্কুল। আবেদনে তারা জানায়, হাইকোর্ট ২০% ফি কমানোর যে নির্দেশ দিয়েছে, তা আইনত সম্ভব নয়। স্কুলের ফি কমানোর ক্ষমতা হাইকোর্টের নেই বলেও দাবি করা হয়। যদিও সুপ্রিম কোর্টে সেই যুক্তি খারিজ হয়ে যায়।