ব্রেকিং নিউজ রাজ্য

এবার দুয়ারে হাঁসের পালক, নতুন শিল্পের সন্ধান মুখ্যমন্ত্রীর

হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠক থেকে একাধিক নতুন শিল্প, কর্মসংস্থানের হদিস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, জেলার শিল্প উন্নয়নের একাধিক উদ্যোগের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

উলুবেড়িয়ায় শাটল কক ক্লাস্টার তৈরির জন্য বিখ্যাত। এক্ষেত্রে মূল উপকরণ হাঁসের পালক। যা অন্য কোন দেশ থেকে সংগ্রহ না করে দেশীয় পোল্ট্রি থেকে সংগ্রহ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এমনকি প্রয়োজনীয় কাঁচামাল হাঁসের পালক সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিনের প্রশাসনিক বৈঠকের তিনি আরো বলেন, কাশফুল থেকে বালিশ-বালাপোশের চাহিদা আছে। এখানে যদি উদ্যোগ নিয়ে সেই কাজ করা যায়, তাহলে কাশফুল থেকে নতুন শিল্প তৈরি হতে পারে। এছাড়া নয়াচরে মৎস্যজীবীদের জন্য নতুন ফিশিং হাব তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।