শ্রীলংকা, নেপালের পর এবার চরম সংকটে পাকিস্তান। দেশে জ্বালানি সংকট চরমে উঠেছে। ফলে শিল্প থেকে সাধারণ মানুষের বাড়ি সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সূত্রের খবর, ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ব জুড়ে দাম বেড়েছে জ্বালানির, ফলে দেশের প্রয়োজনে বৈদেশিক মুদ্রা দিয়ে জ্বালানি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে পাকিস্তান।
নতুন অর্থমন্ত্রী মিফতাই ইসমাইল টুইটারে একটি পরিসংখ্যান তুলে ধরেছেন।যান্ত্রিক ত্রুটির জন্য 7 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন কেন্দ্র বন্ধ হয়ে পড়ে আছে। পাকিস্তানের এখন বিপুল সংখ্যায় জ্বালানীর প্রয়োজন, সেই জ্বালানি সঠিক পরিমাণে না পেলে গোটা পরিকাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। শুধু বিদ্যুৎ ক্ষেত্রেই নয়, সমস্ত ক্ষেত্রেই জ্বালানির চাহিদা মেটাতে না পারলে অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ হয়ে যেতে পারে।
গত মাসে পাকিস্তানের জ্বালানি সংক্রান্ত খরচ বেড়েছে প্রায়, 1500 কোটি ডলার। যা আগের বছরের থেকে দ্বিগুণ। পাকিস্তানের যে জায়গা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো এখন বন্ধ রয়েছে। এবং তা বন্ধ রয়েছে জ্বালানির অভাবে। গত 13 ই এপ্রিল থেকে এই সংকট শুরু হয়েছে। এখনো পর্যন্ত মোট প্রায় 3000 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, এমন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘরে-বাইরে চাপে পড়েছেন। দায়িত্ব নিয়ে দেশে যে এইরকম হাল হবে তা তিনি বুঝতে পারেন নি। সুতরাং এই অবস্থায় নতুন প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নেয়, সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।