খেলাধুলা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবার খেলতে পারে আইপিএল-এ

এ বার আইপিএল-এর দল কেনার জন্য ইচ্ছা প্রকাশ করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নতুন দলের জন্য টেন্ডার তুলেছে তারা। আইপিএল-এর নতুন দল কেনার টেন্ডার তোলার শেষ তারিখ ছিল ২০ অক্টোবর। সূত্র মারফত জানা গেছে, জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের অংশ হতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক এই টেন্ডার তুলেছেন।
টেন্ডার তোলার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম তৈরি করেছে বিসিসিআই। প্রথমত, কোনও সংস্থা দল কিনতে হলে বছরে তিন হাজার কোটি টাকার লেনদেন থাকতে হবে। দ্বিতীয়তঃ, কোন ব্যক্তি স্বতন্ত্র ভাবে দল কিনতে চাইলে তাঁর নিজস্ব আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি থাকা বাধ্যতামূলক। তৃতীয়ত, কোনও বিদেশি সংস্থা আইপিএল-এর দল কিনতে পারে, সেক্ষেত্রে সেই সংস্থাকে ভারতে ব্যবসা শুরু করতে হবে।
এছাড়াও এবারে যারা যারা টেন্ডার তুলেছে তারা হলেন আদানি গ্রুপ, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, হিন্দুস্তান টাইমস মিডিয়া ও জিন্দল স্টিল। উদ্যোক্তা রনি স্ক্রুওয়ালা এবং আরও তিন জন টেন্ডার নিয়েছে বলে খবর। ২৫ অক্টোবরের মধ্যে সমস্ত সংস্থাকে টেন্ডার জমা করতে বলা হয়েছে।