ব্রেকিং নিউজ রাজ্য

এবার ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারের পাশে মমতা

ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসা করাতে বাংলা থেকে মুম্বই যান বহু ক্যানসার আক্রান্ত রোগীর পরিবার। চিকিৎসা করানোর জন্য তাঁদের দীর্ঘসময় থাকতে হয় ভিন রাজ্যে। এবার তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ রাজ্য থেকে মুম্বই শহরে যাওয়া ক্যানসার আক্রান্তের পরিবারের কম খরচে থাকার জায়গার ব্যবস্থা করতে চলেছেন মুখ্যমন্ত্রী।মুম্বইয়ে মুম্বই শহরে ‘বঙ্গভবন’ বানাতে জমি চাইলেন তিনি।

জমি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে তথা সে রাজ্যের পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরের সঙ্গে এ বিষয়ে কথাও হয়েছে মমতার। সে কথা তুলে ধরেছেন দলীয় নেতা সঞ্জয় রাউত। বাংলার মুখ্যমন্ত্রীর আর্জিকে যুক্তিসংগত বলেই মনে করছেন তারা।

মুম্বইয়ে প্যারেল এলাকায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে, মেঘালয়, উত্তরাখণ্ড ও অসম ভবন রয়েছে। এই এলাকায় জমি পাওয়ার দাম অনেকটা বেশি। পাশাপাশি জমি পাওয়াও বেশ কষ্টকর।

এ প্রসঙ্গে শিবসেনার মুখপত্র ‘সামনা’-য় সঞ্জয় রাউত লেখেন, “ স্বাধীনতা সংগ্রাম ও সামাজিক বিপ্লবে অনেক বড় ভূমিকা পালন করেছে পশ্চিবমঙ্গ। দুই রাজ্যের মধ্যে একটা মানবিক সম্পর্ক রয়েছে। যা রক্ষা করতে হবে। ”

এবারের মুম্বই সফরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা হয়নি মমতার। কারণ, অসুস্থ ছিলেন উদ্ধব। বদলে দেখা করেন তাঁর ছেলে আদিত্য। সেই সাক্ষাতেই বঙ্গভবন তৈরির জন্য জমি চান মমতা। সেই বৈঠকে ছিলেন সঞ্জয় রাউতও। জানা গিয়েছে, আদিত্যের সঙ্গে সাক্ষাতে নিজের ইচ্ছের কথা জানান মমতা। জানান, মুম্বইয়ে আসা ক্যানসার রোগীদের থাকার ব্যবস্থা করতেই বঙ্গভবন তৈরি করতে চান।