খেলাধুলা ব্রেকিং নিউজ

এবার বেকহ্যামের ক্লাবেই লিওনেল মেসি

প্যারিসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবার আমেরিকার পথে বর্তমান ফুটবলের অন্যতম পোস্টার বয় লিওনেল মেসি। আমেরিকার লিগ মেজর লিগ সকারেই আগামী মরশুমে দেখা যাবে এই আর্জেন্টাইন মহাতারকাকে। বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামির পথে লিও।

মেসি যে প্যারিসে আর বেশি দিন থাকবেন না আগেই টের পাওয়া গিয়েছিল। বিভিন্ন কারণে ফরাসি ক্লাবের সঙ্গে লিও-র সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। যত সময় গড়িয়েছে সেই সম্পর্কের আরও অবনতি ঘটেছে। এই সুযোগে মেসিকে ফের স্পেনে ফেরাতে তৎপর হয় তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা। বার্সেলোনা সভাপতি লাপোর্তা মেসির পিতৃদেব, যিনি আবার তাঁর ফুটবল এজেন্টও, তাঁর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। এমনকি দীর্ঘদিন কাটানো ক্লাবে ফেরার অভিপ্রায়ের কথা অস্বীকার করেননি লিও।

এরপর মেসিকে দলে পেতে আসরে নামে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামি। দীর্ঘদিন চেষ্টা করে অবশেষে বিশ্বে অন্যতম সেরা ফুটবলারকে নিজেদের দলে পেতে সফল হল ইন্টার মিয়ামি। এখন আমেরিকায় মেসির নতুন ইনিংস দেখার অপেক্ষায় আপামর মেসি ভক্তরা।