দেশ বিনোদন ব্রেকিং নিউজ

এবার কঙ্গনাকে সমন পাঠাল দিল্লি বিধানসভা

কৃষক আন্দোলনকে খালিস্তানি বিক্ষোভের সঙ্গে তুলনা করায় মুম্বইয়ে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এবার শিখদের নিয়ে মন্তব্যের অভিযোগে বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে সমন পাঠাল দিল্লি বিধানসভার শান্তি কমিটি। কঙ্গনাকে আগামী ৬ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে কমিটির সামনে হাজিরা দিয়ে জবাবদিহি করতে বলা হয়েছে, জানিয়েছেন দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রতি কমিটির চেয়ারম্যান দিল্লির সাংসদ রাঘব চাড্ডা।

যদিও কঙ্গনা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে পাত্তা রাজি নন। বৃহস্পতিবার ইন্সটাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবির নিচের অংশে ছবির ক্যাপশানে লেখেন, “একটা নতুন দিন, একটা নতুন এফআইআর। …যদি ওরা আমাকে গ্রেপ্তার করতে আসেও… আমি কিন্তু বাড়িতে দারুণ সময় কাটাচ্ছি।”

গুরু নানকের জন্ম জয়ন্তীতে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় কেন্দ্র। এই ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হলেও এই সিদ্ধান্তকে একেবারেই মানতে পারেননি এই বিতর্কিত অভিনেত্রী। কঙ্গনা তার ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, “দুঃখজনক, লজ্জাজনক ও সম্পূর্ণ অন্যায়। সংসদে নির্বাচিত সরকারের পরিবর্তে যদি রাস্তায় বসে থাকা লোকেরাই আইন বানাতে শুরু করে, তাহলে মানতেই হবে এটা একটা জেহাদি দেশ।”

কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের এই প্রতিবাদকে খালিস্তানি আন্দোলনের সঙ্গে তুলনা করেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রশংসা করেন, “তিনি খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের গুঁড়িয়ে দিয়েছিলেন…খালিস্তানি জঙ্গিরা আজ ফের মাথা তুলতে শুরু করেছে। কিন্তু একজন মহিলাকে ভুলে গেলে চলবে না। তিনি একমাত্র মহিলা প্রধানমন্ত্রী… জিস নে ইনকো আপনি জুতি কে নিচে কুচল দিয়া থা।”