রাজ্য

বিদায় বর্ষা, এবার জাঁকিয়ে শীত বাংলায়

এবার বাংলায় আসতে চলেছে শীত। সোমবার সকাল থেকেই রাজ্যে হাল্কা শীতের আমেজ। কোথাও কোথাও সামান্য কুয়াশা পড়তেও দেখা গিয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাতে ও সকালের দিকে হালকা শীত থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শীত বেশি থাকবে। এছাড়াও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে।দু-এক পশলা বৃষ্টিও হতে পারে।রাতের দিকে তাপমাত্রা কমবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১.৮ মিলিমিটার।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পংয়ের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবারের মধ্যেই পুরো দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এর মধ্যে উত্তর পশ্চিম ভারতে আসতে শুরু করেছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। যার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হিমাচলপ্রদেশ- সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু উপকূলে। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।