ব্রেকিং নিউজ রাজ্য

এবার কি তবে তৃণমূলে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়

নতুন বছরে সেই জল্পনাটাই বাস্তবে রূপ পেল। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ফের তৃণমূলেই কামব‍্যাক করছেন জয় বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ‍্যোপাধ‍্যায় তাঁকে দলে ফেরানোর ব‍্যাপারে সম্মতি দিয়েছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, আজ বিকেলেই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন তিনি।

প্রসঙ্গত, গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। প্রকাশ্যে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একাধিকবার মন্তব্য করেন তিনি। দলের বিভিন্ন অনুষ্ঠানেও অনুপস্থিত থাকেন তিনি।

এরপর সরাসরি প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে বিজেপির সঙ্গ ত্যাগ করেন জয় বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি জানান, কঠিন অসুখের চিকিৎসা করাতে গিয়ে তাঁর সঞ্চয় সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। অথচ বারবার দলের কাছে চেয়েও কোন লাভ হয় নি, কেউ কানাকড়িও দেয় নি। এমনকি নরেন্দ্র মোদীও সাক্ষাৎ করেননি তাঁর সঙ্গে। মিলিত ক্ষোভ অভিমানেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

সূত্রের খবর, আজ বিকেলে সরাসরি তৃণমূল ভবনে উপস্থিত হয়ে একাধিক তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করতে পারেন তিনি। কিছুদিন আগেই তিনি তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বেশ কিছু তৃণমূল নেতার সঙ্গে তাঁর কথাও হয় তার। তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করার পর আজ তৃণমূল শীর্ষ নেতৃত্বের সম্মতিতে তাঁকে তৃণমূলে যোগদান করানো হবে বলে খবর।

দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন জয়। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বারবার দলের বিরুদ্ধে প্রকাশ্যে তিনি সরব হয়েছেন।

জয় বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদান নিঃসন্দেহে রাজ্য বিজেপির কাছে বড়সড় ধাক্কা বলেই, মনে করছেন রাজনৈতিক মহল।