বিনোদন

এবার গৌরি বই লিখছেন

শাহরুখ খানের স্ত্রী গৌরি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে অনেক আগেই সুনাম অর্জন করেছেন। সাজিয়েছেন করণ জোহর, রণবীর কাপুর ও জ্যাকলিন ফার্নান্দেজসহ বলিউড ইন্ডাস্ট্রির নামি-দামি তারকাদের বাড়ি।

ইন্টেরিয়র দুনিয়ায় খ্যাতি অর্জন করার পর এবার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। ‘মাই লাইফ ইন ডিজাইন’ শিরোনামের বইটিতে গৌরি তুলে ধরবেন তার ডিজাইনার হয়ে ওঠার গল্প। ২০২১ সালে বইটি প্রকাশ পাবে।

নিজের বই প্রসঙ্গে গৌরি বলেন, ডিজাইনার হিসেবে আমার এই জার্নির বেশ কয়েকটি অভিজ্ঞতা রয়েছে যা আমি রেকর্ড করতে চাই। বইটি ছবি এবং তথ্যের সঙ্গে অত্যন্ত দৃষ্টি আকর্ষণীয় হবে। আমি মনে করি যে, উচ্চাকাঙ্ক্ষী ডিজাইনার বা যারা সাধারণত ডিজাইনের শিল্পে আগ্রহী তাদের গাইড করতে পারে। শিগগিরই এটি প্রকাশিত হবে ভেবে আমি অত্যন্ত আনন্দিত।