করোনার থাবা এবার বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসরে। স্বয়ং ভারতীয় প্রতিযোগীই করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি আরও ১৭ জন করোনা পজিটিভ। ফলে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা পিছিয়ে দিতে বাধ্য হলেন আয়োজকরা। আগামী ৯০ দিনের মধ্যে এই প্রতিযোগিতা হবে বলে জানা গেছে।
শুক্রবার প্রতিযোগিতার চূড়ান্ত দিন থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। আয়োজকদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ”মিস ওয়ার্ল্ড ২০২১ প্রতিযোগিতা আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রতিযোগী, কর্মী এবং সর্বোপরি সাধারণ জনতার স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত। প্রতিযোগিতার আগের দিনই বেশ কয়েকজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে মোট ১৭ জন করোনা আক্রান্ত। ড্রেসিং রুম এবং মঞ্চে কারও প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্যবিধিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।” আপাতত আয়োজকরাই কর্মী ও প্রতিযোগীদের চিকিৎসা করবেন। করোনা মুক্ত হলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে যে যাঁর বাড়ি ফিরে যেতে পারবেন। ‘মিস ওয়ার্ল্ড’-এর সিইও জুলিয়া মোরলি জানিয়েছেন, ”খুব দ্রুত আবার আমাদের প্রতিযোগীরা ফিরে আসুন। তাঁদের নিয়ে চূড়ান্ত বাছাই পর্ব মিটিয়ে ফেলতে চাই।”
মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা ২০২১-এ ভারত থেকে প্রতিনিধিত্ব করছেন ভারতসুন্দরী মনসা বারাণসী। তিনি ২০২০ সালে ‘মিস ইন্ডিয়া’ মুকুট ছিনিয়ে নেন। আর একুশে পুয়ের্তো রিকোর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আসরে তিনিই বিশ্বমঞ্চে তুলে ধরছেন ভারতকে।
সম্প্রতি, মিস ইউনিভার্স’-এর মুকুট মাথায় নিয়ে গোটা বিশ্বের কাছে দেশের মুখ উজ্জ্বল করেছেন পাঞ্জাবের সুন্দরী হারনাজ সান্ধু। আরও এক সুন্দরীর সামনে ‘মিস ওয়ার্ল্ড’ শিরোপা জয়ের হাতছানি রয়েছে। এখন দেখার করোনা মুক্ত হয়ে প্রতিযোগিরা কবে ফিরতে পারে এই প্রতিযোগিতাতে, আর কার মাথায় ওঠে ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট ?