ব্রেকিং নিউজ রাজ্য

এবার শীতে কাঁপবে বাংলা

অবশেষে রাজ্যে কমতে শুরু করেছে তাপমাত্রা। শীতের পরশ গায়ে মেখে শীত উপভোগ করতে শুরু করেছে শীতপ্রেমীরা। সোমবার একধাক্কায় পড়ল কলকাতার পারদ।  চলতি মরশুমের শীতলতম দিনের তকমা পেয়েছে সোমবার। আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ – সহ দক্ষিণবঙ্গে আরও কমবে রাতের তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা রবিবারের থেকে প্রায় তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যা স্বাভাবিকের দুই ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কমেছে তাপমাত্রা। কোথাও কোথাও পারদ ১২ ডিগ্রিতে নেমে গিয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্জার বাধা কেটে যাওয়ায় রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। তার ফলে আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে। তারপর পারদ আর না কমলেও শীতের আমেজ বজায় থাকবে।

উত্তরবঙ্গেও ঠান্ডার আমেজ বজায় থাকবে। তবে আগামী চার থেকে পাঁচদিন দার্জিলিং, কোচবিহার, কালিম্পং – সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। পাশাপাশি জলীয় বাষ্পের জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতল অনুভূতি সহ সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে।

উল্লেখ্য, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে চলতি বছরে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই রাজ্যে প্রবেশ করেছিল শীত। ভোর ও রাতে অনুভূত হচ্ছিল শিরশিরানি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা নেমেছিল ১৫ ডিগ্রির ঘরে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। নিম্নচাপের দাপটে বারবার বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। বৃষ্টিতে ভিজেছে বাংলা। ফলে উধাও হয়েছে শীতের আমেজ। তবে অবশেষে জাঁকিয়ে শীত উপভোগ করতে চলেছে শীত প্রিয় বাঙালি।