সৃজিত মুখোপাধ্যায়ের তৈরি সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে অভিনয়ের পর এবার বলিউডে পদার্পণ করতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। বলিউডের স্বনামধন্য পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ছবিতে দেখা যাবে আজমেরি হক বাঁধনকে। পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাব্বু, আলি ফজল, আশিস বিদ্যার্থীর মতো অভিনেতাদের।
কয়েক মাস আগে বাঁধনের অভিনিত ছবি ‘রেহানা মারিয়াম নূর’ যা প্রথম বাংলাদেশের ছবি হিসেবে স্থান পেয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। এরপর ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে জামদানি শাড়ি পরে সকলের নজর কেড়ে নিয়েছিলেন বাঁধন। সৃজিতের সিরিজে মুসকান জুভেরির চরিত্রে বাঁধনের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এখন দেখার বলিউডের এই ছবিতে কি চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।
সম্প্রতি, বিশাল ভরদ্বাজ তার ইনস্টাগ্রামে আজমেরির সঙ্গে একটি ছবি আপলোড করে লিখেছেন, ‘বাংলাদেশের এই সুন্দরী অভিনেত্রীকে এবার আমার ছবিতে পেলাম!’ অন্যদিকে বিশাল ভরদ্বাজের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভাল লাগছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বাঁধন।