অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হলেন বাবরি মসজিদ ও তিন তালাক মামলার প্রাক্তন বিচারপতি এস আবদুল নাজির। রাম মন্দির রায়ের সুফল পেলেন প্রাক্তণ বিচারপতি এস আব্দুল নাজির। সুপ্রিম কোর্টের এই অবসরপ্রাপ্ত বিচারপতি এস আব্দুল নাজিরকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। ২০১৯ সালে যে ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চ অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছিল, সেই বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন বিচারপতি নাজির। গত ৪ জানুয়ারি বিচারপতি হিসাবে অবসরগ্রহণ করেন তিনি। রবিবার কেন্দ্রের প্রস্তাবিত তালিকায় সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি।
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপাল বিশ্বভূষণ হরিচরণকে ছত্তীসগঢ়ের রাজ্যপাল করা হয়েছে। বদলে, তাঁর জায়াগায় অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন বিচারপতি আব্দুল নাজিরকে। অযোধ্যা মামলায় রাম মন্দিরের পক্ষে রায় দিলেও তিন তালাক মামলায় তিন তালাক প্রথা বজায় রাখার পক্ষেই রায় দিয়েছিলেন তৎকালীন বিচারপতি নাজির। কর্নাটকের বাসিন্দা এস আব্দুল নাজির নিজের কর্মজীবনের দীর্ঘ সময় কর্নাটক হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত ছিলেন। ২০০৩ সালে কর্নাটক হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ার আগে হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন তিনি। পরে কর্নাটক হাইকোর্টের স্থায়ী বিচারপতির মর্যাদাও লাভ করেছিলেন তিনি। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হন আব্দুল নাজির। এরপরেই একের পর এক গুরুত্বপূর্ণ মামলার রায়দানকারী বেঞ্চের সদস্য হন এস আব্দুল নাজির।