ব্রেকিং নিউজ রাজ্য

এবারও ভক্তদের ছাড়াই পালিত হবে কল্পতরু উৎসব

এবারও ভক্তদের ছাড়াই পালিত হবে কল্পতরু উৎসব। করোনা বিধিনিষেধ মানতেই কল্পতরু উৎসবে ভক্তশূন্য থাকবে কাশীপুর উদ্যানবাটি। বছরের প্রথম দিন পালিত হয় কল্পতরু উৎসব। সেকারনেই ১-৩ জানুয়ারি উদ্যানবাটিতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে ভক্তদের জন্য অনলাইনে কল্পতরু উৎসব দেখার সুযোগ থাকবে বলে জানা গেছে।

করোনার বাড়বাড়ন্তের জন্য ২০২১ এর কল্পতরু উৎসবেও কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল। প্রতিবছরের মতো প্রথা মেনেই সকালে মঙ্গলারতির মধ্যে দিয়ে কল্পতরু উৎসবের শুভ সূচনা হয়। তারপর এদিন বিশেষ যজ্ঞ করা হয়। ভক্তিগীতি ও রামকৃষ্ণ কথামৃত পাঠের মধ্য দিয়ে সারাদিন ধরে চলে পুজো।

১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ তারপর থেকে প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয় কল্পতরু উৎসব৷ এবছর কল্পতরু উৎসবের দিন দক্ষিণেশ্বর মন্দিরেও ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উৎসবের মরসুম শেষ হতেই ক্রমশ ঊর্ধ্বমুখী। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কাশীপুর উদ্যানবাটী।