বিনোদন ব্রেকিং নিউজ

এবার করোনায় আক্রান্ত অভিনেতা বনি সেনগুপ্ত

পুরনো দিনগুলোর কথা মনে করলে এখনো শিউরে উঠতে হয়। প্রথম এবং দ্বিতীয় ঢেউ যেভাবে ছড়িয়ে পড়েছিল ফের সেই রকম দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে মারণ ভাইরাস। টলিউডের করোনা আক্রান্ত হয়েছেন একাধিক অভিনেতা।এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেতা বনি সেনগুপ্ত।

জানা গিয়েছে, মন্দারমণিতে নতুন ছবির শুটিং করছিলেন অভিনেতা।আউটডোর থেকে ফিরেই শারীরিক অসুস্থতা অনুভব করেন বনি। এরপরই টেস্ট করান। এরপরই বনির করোনা রিপোর্ট পজিটিভ আসে। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন বনি।

বৃহস্পতিবার রাতে বনি সেনগুপ্ত জানান, ‘আমি শুটিং করছিলাম, তাই যাঁরাই আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে করোনা টেস্ট করিয়ে নিন।’ করোনা আক্রান্ত বনির মা পিয়া সেনগুপ্তও। তবে বাবা অনুপ সেনগুপ্ত ও প্রেমিকা কৌশানির রিপোর্ট এখনও জানা যায় নি।

প্রথমবার করোনা আক্রান্ত হয়েছেন বনি সেনগুপ্ত। জানিয়েছেন, মৃদু উপসর্গ থাকায় বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।ব্যক্তিগত চিকিত্‍সকের পরামর্শ নিচ্ছি প্রতিনিয়ত। সবাইকে অনুরোধ করব, দয়া করে কোভিড বিধি মেনে চলুন। মাস্ক পরুন।’

কলকাতায় করোনা সংক্রমণ ছাড়িয়েছে প্রায় ১০ গুণের বেশি। বড়দিন কিংবা বর্ষবরণের রাতের ভিড়কেই সংক্রমণ বাড়বাড়ন্তের কারণ বলে মনে করা হচ্ছে। কোভিড থাবা বসিয়েছে তারকাদের শরীরেও। গত ৪৮ ঘণ্টায় রাজ-শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল, মিমি, দেব-রুক্মিণী, সোহমের মতো একাধিক তারকার কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে মারণ ভাইরাসের থাবা ক্রমশ জাঁকিয়ে বসেছে।পাশাপাশি বলিউডে নিত্যদিন একের পর এক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে।