রাজ্য লিড নিউজ

এবার শিয়ালদহ-হাওড়া স্টেশন থেকে মিলবে এসি লোকাল ট্রেন

শিয়ালদহ-হাওড়া রুটের লোকাল ট্রেনের যাত্রীদের জন্য সুখবর। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই এসি কোচ সহ লোকাল ট্রেন ছুটবে শিয়ালদহ মেইন লাইনে। শিয়ালদার বেশিরভাগ রুটে এসি কোচ-সহ লোকাল ট্রেন চালানো শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। এসি কোচ সহ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তবে প্রথম শ্রেণির কোচ হওয়ায় স্বাভাবিক ভাবেই এর ভাড়া হবে সামান্য বেশি। সাধারণ টিকিটে কেউ ভুল করে ওই ট্রেনে উঠে পড়লে অনেক টাকা জরিমানা দিতে হতে পারে। প্রাথমিক ভাবে শিয়ালদা-রানাঘাট রুটে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তীতে অন্য রুটগুলোতেও এই পরিষেবা শুরু হবে বলেই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। বর্তমানে শিয়ালদহ থেকে রানাঘাটের ট্রেনের ভাড়া যাত্রীদের গুণতে হয় ২০ টাকা। কিন্তু জানা যাচ্ছে, প্রস্তাবিত ওই ফার্স্ট ক্লাস কামরায় সফর করলে টিকিটের দাম হবে ১৭৮ টাকা। এ ক্ষেত্রে থাকছে মান্থলি টিকিটের সুবিধাও। মান্থলির জন্য খরচ করতে হবে ১২০০ টাকা। ইতিমধ্যেই রেলের তরফে ১২ কোচের এসি রেক তৈরি করার কথা বলা হয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিকে। মোট ৮টি এসি ট্রেন তৈরির কথা বলা হয়েছে। এর মধ্যে ওয়েস্টার্ন রেলওয়ে-কে দেওয়া হবে ৪টি ট্রেন। ২০২৩-২৪-এ দুটি ও ২০২৪-২৫-এ আরও দুটি ট্রেন পাবে। এছাড়া পূর্ব রেল, দক্ষিণ রেলের জন্যও বরাদ্দ হয়েছে ট্রেন। পূর্ব রেল দুটি ট্রেন পাবে বলে সূত্রের খবর।