বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

ভারতের বাজারে ব্যাপক সাড়া ফেলল এই ফোন, জেনে নিন দাম ও ফিচার্স

ভারতের বাজারে এসে গেল realme 13 Pro 5G এবং realme 13 Pro+ 5G ফোন৷ স্টাইলিশ লুক, দুর্দান্ত স্পেসিফিকেশন এবং AI ফিচারের জন্য সাড়া ফেলেছে দুর্দান্ত এই স্মার্ট ফোন৷ যার দাম শুরু হচ্ছে ৩২,৯৯৯ টাকা থেকে৷

এই ফোনে রয়েছে ৮ জিবি ব়়্যাম (RAM) এবং ২৫৬ জিবি স্টোরেজ৷ ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম পড়বে ৩৪,৯৯৯ টাকা৷ আর ১২ জিবি ব়্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ এই স্মার্টফোনের দাম পড়বে ৩৬,৯৯৯ টাকা৷