বাংলাদেশ ব্রেকিং নিউজ

প্রেমের টানে মেক্সিকো থেকে বাংলাদেশে যুবতী,

বাংলাদেশি এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় মেক্সিকান যুবতীর। প্রথমে বন্ধুত্ব তারপর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই ভালোবাসার সম্পর্ককে পরিণতি দিতে শেষ পর্যন্ত বাংলাদেশেই চলে আসেন গ্লাডিস নাইলি টরিবিও মরালেস।

বাংলাদেশে এসে পরিবর্তন করেন নিজের ধর্ম। তারপর প্রেমকে পূর্ণতা দিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আপাতত কয়েকদিন শ্বশুরবাড়িতেই কাটিয়ে নতুন বরকে নিয়ে ফিরবেন নিজের দেশে। রুমানকে বিয়ের পর বিদেশি বউকে দেখার জন্য প্রতিদিনই বাড়িতে ভিড় করছেন প্রতিবেশীরা।

বাংলাদেশের জামালপুরের বছর উনত্রিশের যুবক রবিউল হাসান রুমান। তাঁর স্ত্রী বছর বত্রিশের গ্লাডিস নাইলি টরিবিও মরালেস মেক্সিকান। দু’জনের আলাপ হয় ফেসবুকে। রুমান ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষে ফ্রিল্যান্স করছেন।

গ্লাডিস নাইলি ওরফে লাইলি আখতার জানিয়েছেন, তিনি মেক্সিকোর পোএবলা শহরের ব্যবসায়ী গ্রেগ্রোরিও টরিবিওর কন্যা। মেক্সিকোর বেনেমেরিটা অটোনোমাস ইউনিভার্সিটি অব পোএবলা থেকে ২০১৬ সালে স্নাতক হন তিনি।

রুমান বলেন, “২০১৯ সালে মেক্সিকোর তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেসের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। এরপর বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।” দু’বছর ধরে একে অপরকে গভীরভাবে চিনে নেওয়ার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।