ত্বকের যত্নে সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায়? এই নিয়ে চিন্তা কম বেশি আমাদের সবার মনেই থাকে। ত্বকের যত্ন নেওয়ার সময়ে অজান্তেই কোনও না কোনও খামতি থেকে যায়। সবসময় এমন করেই ত্বকের যত্ন নিতে হবে, যাতে আপনাকে পার্লরে গিয়ে টাকা খরচ করতে না হয়! তার মধ্যে যাদের তৈলাক্ত ত্বক,গরমে তাঁদের অবস্থা ঘেমে আরও কাহিল হয়ে যায়। মুখ তেলতেলে হয়ে যায় আর তার ফলে দেখা দেয় ব্রণ,ব্ল্যাক হেডসের মতো নানান সমস্যা। দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে প্রত্যেক মানুষের নিজের যত্ন নেওয়ার সময়ও থাকে না। স্কিনকেয়ার রুটিনের প্রতিও খেয়াল রাখা হয় না। দিনের পর দিন ত্বকের যত্ন না নিলে জেল্লা কমে যায়। তাই সপ্তাহান্তে শনি ও রবিবার এই দুটো দিন অন্তত ত্বকের যত্ন নেওয়া উচিত। ত্বকের যত্নে আজই বাড়িতে বানানো ফেসপ্যাক মুখে লাগান।
• টমেটোর ফেস প্যাক:
রূপচর্চায় টমেটো খুবই উপকারী।বিশেষ করে অয়েলি স্কিনের ক্ষেত্রে।টমেটো ত্বকে ক্লিঞ্জার হিসেবে কাজ করে।টমেটো মুখের বাড়তি তেল শুষে নিয়ে ব্রণ,ব্ল্যাক হেডস দূর করে।একটি মাঝারি টমেটো আধখানা করে কেটে তা চটকে নিয়ে রস বার করতে হবে।এরপর তুলো সেই রসে ভিজিয়ে গোটা মুখে লাগাতে হবে।১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।যারা তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন তারা সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করলে দারুণ ফল পাবেন।
• বেকিং সোডার ফেসপ্যাক:
তৈলাক্ত ত্বকের জন্য বেকিং সোডা খুব ভালো কাজ করে।তিন টেবিলচামচ জলে এক টেবিলচামচ বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।এরপর এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।বেকিং সোডার মধ্যে থাকা আ্যন্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের তৈলাক্ত ভাব খুব সহজেই দূর করে।