ফের ভূমিকম্পের আতঙ্ক! এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুক্রবার ভোররাতে ইন্দোনেশিয়ার উত্তরে হালমাহেরায় এই কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। যদিও, মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩।
জানা গিয়েছে , শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে কম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার উত্তরে হালমাহেরায় ছিল কেন্দ্র। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ এলাকা। আকছাড় সেখানে ভূমিকম্প হয়ে থাকে। শক্তিশালী ভূমিকম্প সত্ত্বেও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।