আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

Food Crisis: প্রবল খাদ্য সংকটে এই দেশ

বর্তমানে বিশ্বে খাদ্য সংকট এক বিকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা ইতিমধ্যেই গৃহযুদ্ধ ও আর্থিক সংকটে জেরবার। এছাড়াও রয়েছে প্রবল খাদ্য সংকট। এবার খাদ্য সংকটের ছায়া ভুটানে। বিশেষত খাদ্য ও পানীয়ের সংকটে পড়েছেন ভুটানের গ্রামাঞ্চলের মানুষরা।

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে এই দেশেও। তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে সারা বিশ্ব জুড়ে অপরিশোধিত তেল এবং শস্যের দাম আকাশছোঁয়া। যার ফল ভোগ করছে ভুটান। ভুটানের জনসংখ্যা ৮ লক্ষেরও কম। বর্তমানে ভুটানের অর্থনীতিতে বড় ধরনের ধ্বস নেমেছে।

ভুটানের অর্থমন্ত্রী বলেন, ‘খাদ্য সামগ্রীর অভাবে মূল্যবৃদ্ধি আরও বাড়তে পারে। কিছু দেশ খাদ্যশস্য রপ্তানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রভাব কী হবে, তা নিয়ে যথেষ্ট চিন্তিত ভুটান সরকার।’ রয়টার্সের খবর অনুযায়ী, ভুটানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিবও এই নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। মহাসচিব সাঙ্গে দরজি বলেন, খাদ্যদ্রব্যের দাম বাড়লে স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা খাদ্য সামগ্রীর সরবরাহ নিয়ে খুবই উদ্বিগ্ন। মূল্যস্ফীতির পর এই সংকট পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠবে। তবে আমরা সবরকম ভাবে চেষ্টা করব এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার।’

ভারত স্পষ্টভাবে জানিয়েছে, তারা প্রতিবেশী দেশগুলোতে খাদ্যশস্য রফতানি অব্যাহত রাখবে। সেই সঙ্গে সংকটের মুখে থাকা দেশগুলোকে খাদ্যশস্য দেওয়ার আশ্বাসও দিয়েছে ভারত।