করোনাভাইরাস মোকাবিলায় ফের বন্ধু বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত। এই মহামারীর সময়ে ভ্যাকসিন থেকে শুরু করে অন্যান্য চিকিৎসা সামগ্রীর আদানপ্রদান করেছে দুই দেশ। এবার সেই বন্ধুত্ব আরও গভীর আকার ধারণ করল। আজ ঢাকার উদ্দেশ্যে পাড়ি দিল নয়াদিল্লির উপহার হিসাবে ৩০টি অ্যাম্বুল্যান্স। যা এককথায় অসাধারণ।
বাংলাদেশকে দেওয়া ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুল্যান্স পেট্রাপোলে পৌঁছেছে। বেনাপোল স্থলবন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুল্যান্সগুলি ঢাকায় পৌঁছাবে। গত মার্চ মাসে বাংলাদেশ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড-১৯ মহামারী মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। পেট্রাপোলে যে ৩০টি অ্যাম্বুল্যান্স পৌঁছেছে, ওগুলি তারই অংশ। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ১০৯টি অ্যাম্বুল্যান্সের বাকিগুলি সেপ্টেম্বর মাসের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তা হবে।
উল্লেখ্য, মূলত করোনার ডেল্টা স্ট্রেনের জন্যই বাংলাদেশে লাগামছাড়া হয়েছে সংক্রমণের গতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে চলছে কড়া লকডাউন। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সমস্যা আরও জটিল করে ভ্যাকসিন ও ওষুধের চরম অভাব দেখা দিয়েছে দেশে। এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই বাংলাদেশে কোভিড-১৯-এর ভ্যাকসিন উৎপাদনে রাশিয়া ও চিনকে অনুমোদন দেয় ঢাকা।