দেশ লিড নিউজ

বিয়ের অনুষ্ঠান চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৩

বিয়ের অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল ১৩ জনের। উত্তরপ্রদেশের কুশীনগরের নেবুয়া নাউরঙ্গিয়ায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন কুঁয়োর মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হল ১৩ জনের। আহত আরও বেশ কয়েকজন।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮ টা নাগাদ কুশীনগরের নেবুয়া নৌরাঙ্গিয়ায় একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। বাড়ির উঠোনে তখন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড়৷ উঠোনের মাঝে ছিল একটি পুরনো কুয়ো৷ যদিও ওই কুয়োটি কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল৷ কিন্তু স্ল্যাবের উপরে তখন কেউ বসে ছিলেন, কেউ দাঁড়িয়েছিলেন৷ অতিরিক্ত চাপে কুয়োর স্ল্যাব ভেঙে পড়ে৷ আর তখনই ঘটে বিপত্তি। হুড়মুড়িয়ে কুয়োর মধ্যে পড়ে যান কমপক্ষে ২৫ থেকে ৩০ জন মহিলা৷ মুহূর্তে শোরগোল পড়ে যায়৷ তবে গ্রাম বাসীদের চেষ্টায় ১৫ জন মহিলা ও শিশুকে উদ্ধার করা গেলেও জলে ডুবে মৃত্যু হয় ১৩ জনের৷

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি সরকারের তরফে মৃতদের পরিবারপিছু চারলক্ষ টাকা করে সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে।

অপরদিকে কুশীনগরের জেলাশাসক এস রাজালিঙ্গম জানান, ঘটনায় প্রথমেই ১১ জনের মৃত্যু হয়। দুজন গুরুতর আহত ছিলেন। পরে হাসপাতালে তাঁদেরও মৃত্যু হয়। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে গ্রামবাসীরা মৃত্যুর সংখ্যা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করা করছেন। তাঁদের অভিযোগ, সময়মত অ্যাম্ব্যুলেন্স পৌঁছলে আরও বেশ কয়েকজনের জীবন বাঁচানো যেত। পাশাপাশি তাদের অভিযোগ, স্থানীয় কৌটয়া কমিউনিটি হেলথ সেন্টারে সেসময় কোনও চিকিত্‍সকও ছিলেন না। গোটা ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।