দেশ ব্রেকিং নিউজ

চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস, তৃতীয় ঢেউ কী আসছে?‌

ডেল্টা প্লাসের জেরে তৃতীয় ঢেউ আসবে বলে এখনই নিশ্চিত নন বিশেষজ্ঞরা। ইনস্টটিউট অব জেনোমিকস অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির ডিরেক্টর ডাঃ অনুরাগ আগরওয়াল বলেন, ‘‌ডেল্টা স্ট্রেইনের কারণে করোনার তৃতীয় ঢেউ আসবে এমন কোনও পোক্ত প্রমাণ নেই। এমনকী সাধারণ মানুষ যেন এই নয়া স্ট্রেইনের জন্য আতঙ্কিত না হয়ে পড়েন। কারণ ডেল্টা প্লাস ও তৃতীয় ঢেউয়ের কোনও যোগসূত্র মেলেনি।’‌

এদিকে করোনা আক্রান্তদের সাড়ে তিন হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে সিংহভাগই ডেল্টা প্লাস স্ট্রেইন। তবে তারপরও এই স্ট্রেইনই যে দেশে তৃতীয় ঢেউ নিয়ে আসবে, সে ব্যাপারে স্পষ্ট করেননি গবেষকরা। তবে এই নয়া স্ট্রেইনকে ঠেকানো দরকার বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই নয়া এই স্ট্রেইনের মোকাবিলায় মহারাষ্ট্রের হাসপাতালকে সতর্ক করা হয়েছে। মহারাষ্ট্রের মন্ত্রী বিশ্বাস সারঙ্গ বলেন, ডেল্টা প্লাসে সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় আক্রান্তদের জেনোম পরীক্ষার জন্য সব হাসপাতালকে বলা হয়েছে। সংক্রমণ রুখতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে তারই মধ্যে করোনার ডেল্টা প্লাস স্ট্রেইনে এই প্রথম মধ্যপ্রদেশে একজনের মৃত্যু হল। করোনায় আক্রান্ত ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করে দেখা যায় তিনি করোনার ডেল্টা প্লাস স্ট্রেইনে আক্রান্ত হয়েছিলেন। পরে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে সে রাজ্যে পাঁচজনের শরীরে ডেল্টা প্লাসের সংক্রমণ ছড়িয়েছে। তবে তাঁদের মধ্যে চারজন সেরে উঠেছেন। কিন্তু এই প্রথম ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ওই ব্যক্তি। জানা গিয়েছে গত ২৩ মে ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। তাঁর নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছিল।