দেশ ব্রেকিং নিউজ

এড়ানো যাবে না তৃতীয় ঢেউ

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়ছে। গবেষকরা দাবি করেছিলেন, আগামী ঢেউয়ে শিশুদেরই সংক্রমণের সম্ভাবনা সবথেকে বেশি। তবে সেই অবস্থান থেকেই সরছেন বিশেষজ্ঞরা। একটি ওয়েবিনারে আন্তর্জাতিক পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডঃ নবীন ঠক্কর বলেন, ‘‌সংক্রমণের আসন্ন ঢেউয়ে শিশুরাই সংক্রমিত হবে। তার কোনও জৈবিক কারণ নেই।’‌
কোভিড–১৯ তৃতীয় ঢেউ: প্রতিরোধ ও প্রস্তুতি নামক একটি ওয়েবিনারে আন্তর্জাতিক পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডঃ নবীন ঠক্কর বলেন, ‘‌শিশুদের থেকে কখনও বড়রা সংক্রমিত হয় না। বরং উল্টোটাই হয়ে এসেছে বরাবর। সুতরাং জৈবিক কোনও কারণ নেই, যার উপর ভিত্তি করে বলা যায় যে তৃতীয় ঢেউয়ে শিশুরাই সংক্রমিত হবে।’‌

করোনা সংক্রমণ থেকে শিশুরা কতটা সুরক্ষিত?‌ এই বিষয়টিতে জোর দিয়ে তিনি বলেন, ‘‌করোনা ও লকডাউনের কারণে শিশুদের বাকি টিকাকরণ ব্যাহত হয়েছে, যার প্রভাব রোগ প্রতিরোধ ক্ষমতাতেও পড়বে। স্কুল বন্ধ থাকায় শিশুদের উপর মানসিক চাপও বাড়ছে। তবে শিশুরা করোনা সংক্রমিত হলেও তাদের অধিকাংশই উপসর্গহীন এবং সংক্রমণও খুব একটা গুরুতর হয় না। তাই অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।’
আমেরিকা, ব্রিটেন, জাপান ও রাশিয়া ইতিমধ্যেই একাধিক সংক্রমণের ঢেউ দেখেছে।

করোনাভাইরাস অদ্ভুত, তাই এর গতিবিধি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। তৃতীয় ঢেউয়ে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই বয়সীদের টিকাকরণে জোর দেওয়া উচিত বলে মনে করছেন চিকিৎসকরা।