আন্তর্জাতিক

‘তৃতীয় ঢেউয়ের প্রারম্ভে আমরা’, জানালো WHO

করোনাভাইরাসের পর পর ঢেউ আছড়ে পড়ছে। দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি। অথচ তৃতীয় ঢেউয়ের চোখরাঙানি ভারত–সহ গোটা বিশ্বে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম জানান, সারা বিশ্ব এখন তৃতীয় ঢেউয়ের প্রারম্ভ পর্যায়ে। মূলত ডেল্টা স্ট্রেনের ফলেই আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

অধিক টিকাকরণের ফলে ইউরোপ ও উত্তর আমেরিকায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হ্রাস পাওয়ার কথাও বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল। উদ্বেগ প্রকাশ করে টেডরস আধানম জানান, করোনাভাইরাস ক্রমাগত রূপ পরিবর্তন করছে। ডেল্টা ১১১টি দেশে ছড়িয়েছে। সারা বিশ্বে দ্রুত এই স্ট্রেনই ভয়ের কারণ হয়ে উঠবে।
সারা বিশ্বে ভ্যাকসিনের অসম বণ্টন নিয়ে ফের একবার উদ্বেগপ্রকাশ করেন হু প্রধান। টেডরস আধানম বলেন, ‘‌একাধিক দেশ একটিও ভ্যাকসিন পায়নি। আবার একাধিক দেশ প্রচুর ভ্যাকসিন পাচ্ছে।’‌ সুতরাং ফের ভাইরাসের মিউটেশনের সম্ভাবনা থেকে যাচ্ছে। যা ভবিষ্যতে বিপদ সৃষ্টি করতে পারে। একাধিক দেশ করোনা সতর্কতা অবলম্বন করে বুঝিয়ে দিয়েছে ভাইরাসকে রোখা সম্ভব।’‌