দেশ লিড নিউজ

‘‌কলকাতায় বসে হামলার চক্রান্ত করছে’‌

এবার কড়া আক্রমণে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিবেক সহায়কে। এবার সেটা নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। বাদ যাচ্ছে না প্রশাসনও। আর প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘ওরা কী চায়? প্রাণে মেরে ফেলতে চায়?’ বিজেপি এই পথে হাঁটছে বোঝাতেই এমন মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে।
মঙ্গলবার বাঁকুড়ার শালতোড়ায় জনসভায় মমতা বলেন, ‘হোম মিনিস্টার দেশ চালাবেন না! হোম মিনিস্টার কলকাতায় এসে চক্রান্ত করছেন, কোথায় কাকে গ্রেপ্তার করা হবে, কোথায় কাকে মারা হবে, কোথায় এজেন্সি দিয়ে কার পেছনে লাগানো হবে। স্বরাষ্ট্রসচিবকে পর্যন্ত নোটিস পাঠিয়েছে। আমি ইলেকশন কমিশনকে (নির্বাচন কমিশন) দেখতে বলব, ইলেকশনের সময় কেন সরকারি আধিকারিকদের হেনস্থা করা হচ্ছে? কেন রাজনৈতিক নেতাদের হেনস্থা করা হচ্ছে? নন্দীগ্রামে যাঁরা কৃষক আন্দোলন করেছিলেন, তাঁদের বিরুদ্ধে এখন পরোয়ানা পাঠানো হচ্ছে।’
শাহকে আক্রমণ করার পাশাপাশি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। মমতার কথায়, ‘নির্বাচন কমিশন কে চালাচ্ছেন? অমিত শাহবাবু আপনি চালাচ্ছেন না তো?‌ আমরা চাই অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হোক। কিন্তু অমিত শাহ কে? তিনি নির্বাচন কমিশনকে পথ দেখানোর কে? তিনি নির্বাচন কমিশনের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করছেন। আর আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত চক্রান্ত করা হচ্ছে। আমার নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন, তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে। ওরা কী চায়? প্রাণে মেরে ফেলতে চায়? আমায় খুন করলে ভাবছ, জিতে যাবে? আরও গোল্লা পাবে।’