বাংলাদেশ

লোকলজ্জা–সংকোচের আড়ালে ওরা অনাহারে

বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দরিদ্র–নিম্ন আয়ের মানুষদের জীবনযাপনের জন্য সরকার, প্রশাসন এবং বেসরকারি সংস্থাগুলির পক্ষ থেকে প্রয়োজনীয় পণ্য ও সেবা দিয়ে সহায়তা করা হচ্ছে দেশের অধিকাংশ এলাকায়।
মধ্যবিত্ত ও নিম্ন–মধ্যবিত্তদের অনেকেই লোকলজ্জার কারণে সরকারি–বেসরকারি সহায়তা নেওয়া থেকে বিরত থাকছেন।
বর্তমানে বিভিন্ন এলাকার স্থানীয় প্রশাসনের সহায়তায় বাংলাদেশের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ, খাদ্যপণ্য এবং জরুরি পরিষেবা সরবরাহ করছে। দিনযাপন রীতিমতো কষ্টকর হয়ে পড়েছে পরিবহণ শ্রমিক, গার্মেন্টস কর্মী, বিভিন্ন ধরণের ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িতদের।
সরকার সাধারণ ছুটি যেদিন ঘোষনা দেয়, সেদিন থেকেই বন্ধ তার প্রতিষ্ঠান।
স্থানীয় বাসিন্দারা জানান, মালিকপক্ষ অগ্রিম কিছু টাকা দেওয়ার পর মার্চের বেতন বা নববর্ষের ভাতা কিছুই দেয়নি। ছুটি আরও বাড়লে এপ্রিল মাসের বেতনও পাওয়া যাবে না বলে মনে করছেন অনেকে। সাধারণ ছুটি ঘোষণা করার পর অনেকেই কাজে যেতে পারছেন না। ফলে দারুণ সঙ্কটে পড়ছে পুরো পরিবার।