আপনি কি জানেন কিছু খাবার খাওয়ার পরে জল খেলেই ঘটতে পারে বিপদ?
১) লেবু খেয়ে জল খেলেই বিপত্তি:
লেবু খাওয়ার পর জল খেলে দেহে বায়ু, পিত্ত, কফের ভারসাম্য নষ্ট হবে। যার ফলে ঘটবে অ্যাসিডিটি। তবে জলে লেবুর রস মিশিয়ে খেলে কিন্তু কোনও সমস্যার আশঙ্কা থাকে না। বরং তা শরীরের পক্ষে উপকারী।
২) কলা খেয়ে জল খাবেন না:
এই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেলে স্টমাক অ্যাসিড ঠিকমতো কাজ করতে পারে না। ফলে গ্যাস, অ্যাসিডিটির মতো একাধিক জটিল রোগের ফাঁদে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ে।
৩) বাদাম খেয়ে জল নয়:
বাদাম খাওয়ার পরেও যদি জলপান করেন, তাহলেও কিন্তু শরীর খারাপ হওয়ার আশঙ্কা বাড়বে। তাই বাদাম খেয়ে আর জলপান করার ভুলটা করবেন না। এতে কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না।
৪) আপেল খেয়ে জল নয়:
আপেল হল স্বাস্থ্যের খাজানা। এতে রয়েছে ভিটামিন, খনিজ থেকে শুরু করে একাধিক অ্যান্টিঅক্সিডেন্টর ভাণ্ডার। তাই সুস্থ থাকতে নিয়মিত আপেল খাওয়া মাস্ট।