পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের ভিতর থেকে উদ্ধার হল অমূল্য বেশ কয়েকটি দেব-দেবীর মূর্তি৷ তবে দীর্ঘ দিন ধরে ধাতুর তৈরি ওই মূর্তিগুলি কুঠুরির ভিতরে অযত্নে পড়ে থাকায়, তা সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। এই মূর্তিগুলি সব পরীক্ষা করে দেখা হবে৷
তবে চমকের এখানেই শেষ নয়৷ রত্ন ভাণ্ডারের ভিতর থেকে বের হল আরও সব চমকপ্রদ জিনিস। উদ্ধার হয়েছে শতাব্দী প্রাচীন তলোয়ার, বর্শা ও বল্লম৷ ১৪৬০ সালে রাজা কপিলেন্দ্র দেব নাকি ১৬টি হাতির পিঠে চাপিয়ে বিপুল সোনাদানা এই রত্ন ভাণ্ডারে এনে রেখেছিলেন। পরবর্তী সময়ে প্রায় ১৮ বার পুরীর মন্দিরে হামলা ও লুটপাট হয়।
সেবাইতদের দাবি, ওই বিপুল পরিমাণ সম্পদ রক্ষা করতেই হয়তো রত্ন ভাণ্ডারের ভিতরে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র রাখা হয়েছিল৷রত্ন ভাণ্ডারের ভিতরের সমস্ত মূল্যবান সামগ্রী স্থানান্তরিত করার সময়ই প্রাচীনকালে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্রগুলি উদ্ধার হয়।