ভয়াবহ আগুন লাগল পুরীর লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে। এই অগ্নিকান্ডে ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিরাপদে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১৪০ জন পর্যটককে। বুধবার রাতে পুরীর জগন্নাথ মন্দিরের অদূরে লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে আগুন লাগে। রাত ৮টা নাগাদ গ্র্যান্ড রোডের মারিচীকোট চকের লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সের দোতলায় একটি পোশাকের দোকানে আগুন লাগে। ধীরে ধীরে আগুন শপিং কমপ্লেক্সের অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১২টি ইঞ্জিন, রাত থেকেই আগুন নেভানোর কাজে হাত লাগান কমপক্ষে ১৬০ জন দমকল কর্মী। সারারাত ধরে চলে আগুন নেভানোর কাজ, দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর বৃহস্পতিবার দুপুরে আগুন নেভানো সম্ভব হয়। প্রধান দমকল অফিসার রমেশ মাঝি বলেছেন, ১৪০ জন পর্য্টককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুরীর পুলিশ সুপার ডঃ কানওয়ার বিশাল সিং বলেছেন, আগুন কীভাবে লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে ৪০টিরও বেশি দোকান।
You must be logged in to post a comment.