আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

এখনই মুক্তি নয়, বঙ্গে নিম্নচাপের দাপট জারি আরও ক’দিন

নিম্নচাপের প্রভাব থেকে এখনই মুক্তি মিলছে না বঙ্গের। নিম্নচাপের প্রভাব গত দুদিন ধরেই লক্ষ্য করা গিয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বঙ্গের বিভিন্ন জেলায়। অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতর থেকে। দক্ষিণবঙ্গে আপাতত বুধবার পর্যন্ত বৃষ্টি চললেও উত্তরবঙ্গের বৃষ্টি আরেকদিন দীর্ঘায়িত হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরও ঝাড়গ্রামে। মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে এই চারটি জেলায়। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবারের পরেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই তিনটি জেলায় ভারী বৃষ্টি মঙ্গলবারের পরেও চলবে।

বুধবার পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরে বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা স্থলভাগের আরও কাছাকাছি এসেছে। এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তার অবস্থান। এই নিম্নচাপের জেরেই বাংলা জুড়ে বৃষ্টি হচ্ছে। সাগরে বইছে ঝোড়ো হাওয়া। এই কারণে আবহাওয়া দফতরের তরফে মত্‍স্যজীবীদের সমুদ্রযাত্রার ব্যাপারে লাল সতর্কতা জারি করা হয়েছে।