করোনাভাইরাসের দাপটে নাজেহাল ভারত। প্রতিদিন মৃত্যু হচ্ছে চার হাজারেরও বেশি মানুষের। এমন অবস্থায় বলিউডের ঈদও এবার সাদামাটা। বলিউডে ঈদ মানে পার্টি, হাজারো ভক্তকে দেখা দিতে শাহরুখ-সালমান-আমিরের ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নাড়া। কিন্তু এবার কিছুই নেই। জেনে নিন করোনাভাইরাসের কারণে বলিউডে এবার প্রচলিত কোন আয়োজনগুলো থাকছে না।
বাবা সিদ্দিকীর ইফতার পার্টি: প্রতি বছর বলিউড তারকা এবং রাজনীতিবিদদের নিয়ে জমকালো ইফতার পার্টির আয়োজন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব বাবা সিদ্দিকী। সেরা বাবুর্চিদের দিয়ে ৫০ পদের সুস্বাদু খাবারের আয়োজন করা হয়। কিন্তু গত বছরের মতো এবারও এই জমকালো আয়োজন নেই।
শাহরুখ খান দর্শন: প্রতি বছর ঈদের দিন ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদেরকে দেখা দেন শাহরুখ খান। সন্তানরাও থাকে সাথে। গত বছরের মতো এবছরেও ‘মান্নাত’ এর সামনে থাকবে না ভক্তদের ভিড়।
সলমনের সিনেমা: ঈদকে কেন্দ্রকে বহু আগে থেকেই প্রস্তুতি থাকে সলমনের। প্রতীক্ষিত কোনো সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকে। এবছর মুক্তি পাচ্ছে ‘রাধে’। কিন্তু মহামারির কারণে অনেক সিনেমা হল বন্ধ থাকায় হলের সামনে নেই চিরচেনা মানুষের ভিড় হয়তো দেখা যাবে না।
মোহাম্মদ আলী সড়কে রাতের ঘোরাঘুরি: পুরো রোজায় মুম্বাইয়ের খাবারপ্রেমীরা মোহাম্মদ আলী সড়কে ভিড় জমায়। মজার সব খাবারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ডায়েট ভুলে তারকারাও সেখানে যান মজার খাবার খেতে। প্রথমবারের মতো মোহাম্মদ আলী সড়ক রমজানে বন্ধ ছিল, ঈদেও বন্ধ থাকবে।
শাবানা আজমির ঈদ পার্টি: প্রতি বছর ঈদের দিন শাবানা আজমি পার্টির আয়োজন করেন। কিন্তু করনার কারণে এবছর আয়োজন করা হবে না।
সলমনের বাড়ির সামনে ভিড় করা: সলমনকে এক নজর দেখতে তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে প্রতি ঈদে ভিড় করেন হাজারো ভক্ত। কিন্তু গত বছরের মত এবারও সেই সুযোগ নেই।
আমিরকে দেখা: আমির খানের বাড়ির সামনেও ভিড় করতে পারবেন না ভক্তরা।