পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। ক্রমশ শুকনো হচ্ছে আবহাওয়া। মেঘের পরত কাটিয়ে ইতিমধ্যেই বাংলায় ঢুকছে শীত৷
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আগামী দু’দিনের মধ্যেই আরও ঠান্ডা পড়বে। আপাতত বঙ্গে আর ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। যদিও ভারতের উপকূলবর্তী একাধিক রাজ্যে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে, রবিবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। সূত্রের খবর, শনিবার কলকাতার আকাশ মেঘলাই থাকবে। সকাল থেকে রোদের তেমন দেখা মেলেনি রোদের। নিম্নচাপের প্রভাব কাটতেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাস বলছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা ক্রমশ কমছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই।