দেশ ব্রেকিং নিউজ

কৃষি আইন প্রত্যাহারের সিঙ্ঘু-টিকরি বর্ডারে উচ্ছাস

আজ, কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘোষণা করে মোদির আবেদন, কৃষকরা এবার চাষের কাজে ফিরে আসুন। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় খুশি আন্দোলনরত কৃষকরা। তারপর থেকে উৎসব শুরু হয়ে গিয়েছে সিঙ্ঘু-টিকরি বর্ডারে৷ মিষ্টি খাইয়ে বাজি ফাটিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করছেন তারা।

তবে এমএসপি নিয়ে নির্দিষ্ট কোনও ঘোষণা না হওয়ায় তার মধ্যেই খানিক শ্লেষ রয়েছে কিছু কৃষকদের মধ্যে। কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকাইত এই বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পার্লামেন্টে যতক্ষণ না আইন বাতিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনের পথ ছাড়বেন না তাঁরা। কাগজে-কলমে এই কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না কৃষকরা। এছাড়াও কৃষকদের দাবি, অন্যান্য সমস্যার পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও কথা বলতে হবে।