ব্রেকিং নিউজ রাজ্য

কালী পুজোতেও থাকছে স্পেশাল ট্রেন

এবার কালীপুজোতেও থাকছে বাড়তি ট্রেন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের নির্দিষ্ট কিছু শাখায় রাতের দিকে চলবে কয়েকটি বাড়তি ট্রেন। দুর্গা পূজোর মতোই কালীপুজোতেও ভিড় সামলাতে ডানকুনি, বারাসত, রানাঘাট এবং বারুইপুর রুটে এক জোড়া করে ট্রেন চলবে বলেই খবর।

বৃহস্পতিবার থেকে শুরু কালীপুজো। পুজোর দিনে একটি বিশেষ ট্রেন রাত সাড়ে ১১টায় শিয়ালদহ থেকে ছেড়ে রাত ১২টা ১৫ মিনিটে ডানকুনি পৌঁছবে। ফিরতি পথে রাত ১২টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছেড়ে রাত ১টা ৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে সেটি। শিয়ালদহ থেকে বারাসতগামী লোকাল রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে রাত ১২টা ৫৫ মিনিটে বারাসত পৌঁছবে। ফেরার সময়ে রাত ১টা ১০ মিনিটে বারাসত থেকে ছেড়ে রাত ১টা ৫৫ মিনিটে সেটি শিয়ালদহে পৌঁছবে। আর একটি ট্রেন রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছবে রাত ১টা ৪০ মিনিটে। আর রাত ১২টা ৪০ মিনিটে রানাঘাটগামী লোকালটি শিয়ালদহ থেকে ছেড়ে রাত আড়াইটে নাগাদ গন্তব্যে পৌঁছবে।

বারুইপুরগামী লোকাল রাত সাড়ে ১২টায় শিয়ালদহ থেকে রওনা দিয়ে রাত ১টা ১৫ মিনিটে বারুইপুর পৌঁছবে। ফিরতি পথে সেটি রাত ১টা ২৫ মিনিটে বারুইপুর থেকে রওনা দিয়ে গন্তব্যে পৌঁছবে রাত ২টো ১০ মিনিটে।