বুধবার ভূত চতুর্দশী। রাত পোহালেই কালীপুজো। পুজোর দিনে দক্ষিণেশ্বর ও কালীঘাটের উপছে পড়ে ভক্তদের ভিড়। সেই ভিড়ের কথা মাথায় রেখেই ব্লু লাইন মেট্রোয় বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দু’দিন পরেই কালীপুজো। পুজোর দিনে ভিড় উপচে পড়ে কালীঘাট এবং দক্ষিণেশ্বরে। রাতের দিকে চার জোড়া বাড়তি বাড়তি ট্রেন চালাবে কলকাতা মেট্রো।
রাতের দিকে বাড়তি মেট্রো পরিষেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত ব্লু লাইনের উভয় প্রান্ত থেকে যেখানে শেষ মেট্রো ছাড়ে রাত ৯:৪০ মিনিটে। কালীপুজোর দিনগুলোর সেই শেষ মেট্রোর পরেও দুই প্রান্ত থেকেই চারটি করে বাড়তি ট্রেন ছাড়বে।
অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা মেট্রো জানিয়েছে, ৯টা ৪০ মিনিটের পর রাত ১১ টা পর্যন্ত প্রতি ২০ মিনিটে অন্তর ‘স্পেশ্যাল মেট্রো’ ছাড়বে। কবি সুভাষ থেকে যে চারটি বিশেষ মেট্রো ছাড়বে, তার সূচি— রাত ১০টা, ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট এবং ১১টা। অন্য দিকে, দক্ষিণেশ্বর থেকে ‘স্পেশ্যাল মেট্রো’ ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিট, ১০টা ০৮ মিনিট, ১০টা ২৮ মিনিট এবং ১০টা ৪৮ মিনিটে।