ফের রাজ্যে ঝড় বৃষ্টির আশঙ্কা। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলাতে চলেছে। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে রোদের তেজও। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির দাপট চলবে।
সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই চলবে ঝড় বৃষ্টির দাপট। কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। রোদের দাপট কম। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৫ শতাংশ।
পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। এদিকে ২৪ ঘণ্টার মধ্যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, এবং বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে।