বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই কমবে না ভ্যাপসা গরম। কলকাতায় শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায়, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৮৮ শতাংশ।
পূর্বাভাস বলছে, শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। পার্বত্য এলাকা-সহ উপরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতেও জারি করা হয়েছে প্রবল বৃষ্টির লাল সতর্কতা। প্রবল বৃষ্টির লাল সতর্কতা রয়েছে কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে শুরু করবে উত্তরবঙ্গে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণবর্ত থেকেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।