জেলা ব্রেকিং নিউজ

হাবড়ায় শিক্ষকের বাড়িতে চুরি, আতঙ্ক

পুজোর মধ্যে ফের চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া বিধানসভার পিথিবা পঞ্চায়েতের আটুলিয়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় আঁটুলিয়া হাইস্কুলের পার্শ্ব শিক্ষক রবিউল ইসলামের বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আঁটুলিয়া হাইস্কুলের প্রধান শিক্ষকের শেষ দিনের অনুষ্ঠান শেষে রবিউল ইসলাম বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে আর রবিউলের স্ত্রী বাপের বাড়ি থাকায় বাড়ি ফাঁকা ছিল। আর সেই সুযোগে চোরেরা গ্রিল ভেঙে ৭০ হাজার টাকা নগদ ও সোনার গয়না লুট করে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ঘটনাস্থলে যায় হাবড়া থানার পুলিশ।

তবে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে উঠছেন হাবরার বাসিন্দারা। বিগত এক মাসে প্রায় চার-পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে হাবড়া এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ।