বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বভাবিক হলেও এখনও ছন্দহীন আমজনতার আয়ের উৎস । রুজিরুটিতে টান পড়ার ছবিটা আজও প্রকট কাজ হারানো মানুষ গুলির কাছে ।অপর দিকে হুহু করে বাড়ছে পেট্রোল-ডিজেল-প্রাকৃতিক গ্যাসের দাম, ক্রমবর্ধমানভাবে উর্ধমুখী দ্রব্য মূল্য ।এমতাবস্থায় সংসারের হাল টানতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে । পেট্রোল আজ সেঞ্চুরীর পার করল, টেক্কা দিয়ে বাড়ছে ডিজেলেরও দাম ।
এই পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার বাঁকুড়ার মেজিয়ায় বাম ও তৃণমূলের পক্ষ থেকে অনুষ্ঠিত হল পৃথক পৃথক ভাবে প্রতিবাদ কর্মসূচি। এদিন বাঁকুড়ার মেজিয়ার জেমুয়া পেট্রোল পাম্পে অভিনব কায়দায় পেট্রোল পাম্পে বাইক, স্কুটিতে জ্বালানী তেল ভরতে আসা গ্রাহকদের হাতে গোলাপ ফুল মুখে মিষ্টি তুলে দিয়ে গান্ধীগিরি কায়দায় প্রতিবাদ জানালো মেজিয়া ব্লক যুব তৃনমূল। অন্যদিকে মেজিয়া বাইপাসে মোড় এলাকায় বামফ্রন্টের পক্ষ থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে করা হলো বিক্ষোভ,প্রতিবাদ সভা।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন বাম ডান সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। চলছে বিক্ষোভ প্রতিবাদ সভা, চলছে অভিনব কায়দায় বিজেপির আচ্ছে দিন এর প্রতিশ্রুতিকে কটাক্ষ করে প্রতিবাদ। করোণা পরিস্থিতিতে লকডাউন এর জেরে কাজ হারিয়ে বেকার যন্ত্রণা ভোগ করছে আম বাঙালি। কিন্তু তারই মাঝে গড়গড় করে বাড়ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ বিভিন্ন জিনিস এর দাম। পেট্রোল আজ শতকের ঘরে, ডিজেলের দাম নব্বইয়ের ঘরে।আম বাঙালি নাভিশ্বাস ওঠার জোগাড়। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের আচ্ছে দিন এর প্রতিশ্রুতি সার।আজ গান্ধীগিরি প্রতিবাদ হলেও আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি বাম সহ তৃণমূলের নেতৃত্বর।
বিশেষ সংবাদদাতাঃ মলয় সিংহ,বাঁকুড়া