ব্রেকিং নিউজ রাজ্য

ওমিক্রনে আক্রান্ত নন ব্রিটেন ফেরত তরুনী

ব্রিটেন ফেরত কলকাতার তরুণীর শরীরে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন নেই। সোমবার তাঁর জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার রিপোর্ট এসেছে স্বাস্থ্যদপ্তরের হাতে। তাতে জানা গিয়েছে, তাঁর শরীরে ওমিক্রন নয়, বাসা বেঁধেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। খবরটি নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয় চক্রবর্তী। রিপোর্ট পেয়ে নিশ্চিন্ত স্বাস্থ্যভবনও। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী ।

গত শুক্রবার ব্রিটেন থেকে দোহা হয়ে দমদম বিমানবন্দরে নামেন বছর আঠারোর তরুণী। তিনি ব্রিটেনের কলেজ পড়ুয়া। ক্রিসমাসের ছুটি কাটাতে কলকাতার বাড়িতে এসেছিলেন। দমদম বিমানবন্দরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রিটেন ফেরত এই তরুণী ওমিক্রন আক্রান্ত কি না, তা জানার জন্য তরুণীর নমুনা কল্যাণীতে পাঠানো হয় জিনোম সিকোয়েন্সিং করাতে। সোমবার সেই রিপোর্ট পেয়ে নিশ্চিন্ত রাজ্যবাসী।

যদিও শনিবার বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে আগত এক ব্যক্তিও করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। আজ তাঁর নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। রিপোর্ট এলে তবেই যারা যাবে তিনি ওমিক্রন আক্রান্ত কিনা।

উল্লেখ্য, ওমিক্রন নিয়ে WHO প্রধান টেড্রস আধানোম ঘেব্রেইসাস বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া পরিসংখ্যান বলছে ওমিক্রন সংক্রমণের ভয় থেকে যাচ্ছে যে কোনও মানুষের। তিনি কোভিড-জয়ী হোন বা টিকা প্রাপ্ত। কিন্তু, সেই পরিসংখ্যান থেকেই এমন প্রমাণও মিলছে, যাতে মনে করা যেতে পারে ওমিক্রন সংক্রমিতদের উপসর্গ খানিকটা কম হবে। কিন্তু এখনি কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। এ জন্য আরও তথ্য পরিসংখ্যান যাচাই করা প্রয়োজন।’