পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত চরকা গ্রামে বুধবার সকালে স্থানীয় দুটি গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনায় এক যুবকের হাতের কব্জি উড়ে যায়। তদন্তে নেমে ওই এলাকা থেকে ২৫ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে চরকা সংলগ্ন একটি জঙ্গলের ভেতরে সেগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড।
সংঘর্ষ পরিস্থিতি সামাল দিতে বুধবার দিনভর প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয় চরকা গ্রামে। পুলিশ তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালেও একইভাবে পুলিশি অভিযান চলে গ্রাম জুড়ে।
তল্লাশি চালিয়ে পুলিশ ওই গ্রাম থেকে ২৫ টি সক্রিয় তাজা বোমা উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে গ্রাম থেকে কিছুটা দূরে চরকা গ্রামের খাস জঙ্গলে সেই বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়। বোম ডিসপোজাল স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করে। এই ঘটনায় আরো ধরপাকড় ও তল্লাশি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।