জেলা ব্রেকিং নিউজ

গুলি করে যুবককে খুন

বৃহস্পতিবার রাতে টিটাগড় ১০ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় গুলি করে এক যুবককে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সেলিম সাহাজি। বছর আঠারো বয়সের সেলিম টিটাগড় গাজীবাবা মাজার এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে টিটাগড়ের মোড়ল পাড়ায় মেলা দেখতে যায় সেলিম। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় সেলিমের বাবা তাকে ফোন করলে সে বাড়ি ফিরছে বলে জানায়। সে সময়ই কিছু দুষ্কৃতী হঠাৎ তাকে আটক করে। খুব কাছ থেকে গুলি করে ওই যুবককে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

সেলিমের বন্ধু ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ব্যারাকপুর বিএনবসু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। সেলিমের বাবার অভিযোগ, ইসমাইল, সোনু ও মনু নামের তিন কুখ্যাত দুষ্কৃতী তার কাছে কিছুদিন আগে ১ লাখ টাকা তোলা চেয়েছিল। সেসময় টাকা না দেওয়ায় সমরবাবুকে তারা মারধর করে। দাবি মতো তোলা না দেওয়ার জন্যই তার ছেলেকে খুন করেছে দুষ্কৃতীরা।
ইতিমধ্যেই রহড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত যুবকের বাবা। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ।